ক্যাটাগরি

টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে পিক-আপের ধাক্কায় নিহত ২

বৃহস্পতিবার
ভোররাতের দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এ দুর্ঘটনায় পিক-আপের হেলপারও আহত হয়েছেন।

নিহতরা
হলেন, ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার গড়পাড়ার কদ্দুছ মিয়ার ছেলে পিক-আপ চালক শহিদুল
ইসলাম (২২) এবং বগুড়া ধুপচাপিয়া উপজেলার মথুরাপুরের এনামুল হকের ছেলে বায়েজিদ
বুস্তামি (২০)। 

আহত
পিকআপের হেলপারের নাম মনিরুল ইসলাম।

টাঙ্গাইলের
গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাড়িঁর ইনচার্জ কামাল হোসেন জানান, এলেঙ্গা সেমকো
সিএনজি পাম্পের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা বাসাবাড়ির মালামালবাহী এক পিক-আপ অজ্ঞাত
এক ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে
ঘটনাস্থলেই পিকআপের চালকসহ এক যাত্রী মারা যান।


দুর্ঘটনায় পিক-আপের হেলপার আহত হয়েছেন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে
ভর্তি করা হয়েছে।

আইনি
প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান
হাইওয়ে পুলিশ ফাড়িঁর এ কর্মকর্তা।