ক্যাটাগরি

ফরিদপুরে আগুনে পুড়ল ‘১২ লাখ’ টাকার পাট

উপজেলার
পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের  এ ঘটনা ঘটে বলে বোয়ালমারী ফায়ার সার্ভিসের
স্টেশন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান জানান।

তিনি
বলেন,
খবর পেয়ে তারা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

“ততক্ষণে পাট পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট
থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

এলাকাবাসী জানান, তারা টিন শেড গুদামে হঠাৎ করে ধোঁয়া দেখতে পান। সেখানে ওহিদুর রহমান নামে এক ব্যক্তির প্রায় ৩০০
মণ পাট ছিল। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই সব
পাট পুড়ে যায়।