ক্যাটাগরি

যশোরে এ বছর ১১৮ কোটি টাকার মালপত্র আটক

বি‌জি‌বি ৪৯ ব্যাটালিয়নের
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, বিশেষ ও নিয়মিত তল্লাশি অভিযানে এ বছর
১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব সামগ্রী আটক হয়।

এর মধ্যে ৪১ দশমিক
৭৭২ কেজি সোনা, সাত লাখ ৩৮ হাজার ইউএস ডলার, ২২ লাখ ৯২ হাজার ২০০ ভারতীয় রুপি, ১৩টি
পিস্তল, ২৪টি ম্যাগাজিন, ৫৮ রাউন্ড গুলি, শাড়ি ও অন্যান্য কাপড়, জুতা, চকলেট, সিগারেট,
চা-পাতা, আতস বাজি, কসমেটিকস, মোটরসাইকেল ইত্যাদি রয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, এসব মালপত্রের
দাম ১১৮ কোটি টাকার বেশি। এছাড়া এসব মাল আটকের সময় ৬৩ জনকে এবং চোরাচালানের সঙ্গে যুক্ত
সন্দেহে ৩০৪ জনকে আটক করা হয়েছে। আর মাদকবিরোধী অভিযানে ৩৩ হাজার ৬৯৮ বোতল ফেনসিডিল,
৫৪৮ বোতল মদ ও ৯১৫ কেজি গাঁজাসহ অন্যান্য মাদক উদ্ধার করা হয়েছে। মাদক পাচারের আটক
করা হয়েছে ২৪১ জনকে।