বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে নালিতাবাড়ী-শেরপুর
আঞ্চলিক সড়কে উপজেলার পাঁচগাঁও বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সূবর্ণা (৭) ওই এলাকার হোসেন আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নালিতাবাড়ী থানার ওসি বছির
আহমেদ বাদল জানান, বেলা পৌনে ১২টার দিকে পাঁচগাঁও
বাজারের তিন রাস্তা মোড়ের ছায়া গাছতলা এলাকায় রাস্তা পার হচ্ছিল মেয়েটি।
“এই সময় শেরপুর থেকে নালিতাবাড়ীগামী একটি খালি ট্রাক
তাকে চাপা দিয়ে চলে যায়। এতে মাথার আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু সূর্বণা।”
ওসি জানান, ট্রাকটি সন্ন্যাসীভিটা চেল্লাখালী বাজারে
স্থানীয় জনতা আটক করার পর পুলিশ তা জব্দ করেছে। তবে এর চালক পলাতক রয়েছে।