ক্যাটাগরি

সুদানে আটকে পড়াদের আর্থিক সহায়তা দিল বাংলাদেশ পুলিশ

বুধবার এল ফেশার সুপার
ক্যাম্পের মধ্যে ‘বঙ্গবন্ধু ক্যাম্পে’ বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের উদ্যোগে এই সহায়তা
দেওয়া হয়।

বাংলাদেশ ফর্মড পুলিশের
অপারেসনস অফিসার মাসুক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফর্মড পুলিশের পক্ষ
থেকে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া সুদানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এই উদ্যোগ নেওয়া
হয়েছে।

তিনি বলেন, “২০০১ সাল
থেকে বাংলাদেশ হতে অনেকে ভাগ্যের অন্বেষণে ইউরোপ পাড়ি দিতে গিয়ে সুদানের বিভিন্ন এলাকায়
আটকা পড়েন। এভাবে নরসিংদীর মোহাম্মদ আমির হোসেন সুদানের দারফুরে আটকা পড়ে আছেন। তাকেসহ
আমরা আরও কয়েকজনকে আর্থিক সহায়তা দিয়েছি।”

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের
কারণে কর্মহীন হয়ে আমির হোসেনের মত বহু বাংলাদেশি সুদানে আর্থিক সংকটে পড়েছেন জানিয়ে
পুলিশ কর্মকর্তা মাসুক বলেন, “আটকে থাকা বাংলাদেশিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে
তুলতে বাংলাদেশ পুলিশ আর্থিক সহায়তা প্রদানের হাত বাড়িয়েছে।”

অনুষ্ঠানে বাংলাদেশ
ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম প্রধান অতিথি ছিলেন।

আব্দুল হালিম বলেন,
“জাতির পিতার জন্মশত বার্ষিকীতে আমাদের ইউনিট বাংলাদেশি ভাই-বোনদের জন্য কিছু করতে
পেরে গর্বিত। আমাদের অভিভাবক সম্মানিত আইজিপি বেনজীর আহমেদ স্যারের নেতৃত্বে আমরা বাংলাদেশ
পুলিশকে বিদেশের মাটিতেও একটি ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি।”

ফর্মড পুলিশের কর্মকর্তা
মাসুক মিয়া জানান, সুদানে বাংলাদেশের পুলিশ কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন কর্মসূচিসহ
ইতিমধ্যে ‍দেশটিতে বৃক্ষ রোপণ, স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ, অবহেলিত বাস্তুচ্যুত নারীদের
বিভিন্ন আয়মূলক কর্মশালা, সুদান গস পুলিশকে প্রশিক্ষণ, হাসপাতালে ওটি বেড, এল ফেশার
বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার জীবনীমূলক বই, কারাগারে পানীয়-খাবার ও সেলাই মেশিন দেওয়াসহ
নানা সেবামূলক কাজ বাস্তবায়ন করেছে।