চলতি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ১৮ জানুয়ারি সোমবার বিকাল সাড়ে চারটায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে বুধবার এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আসন্ন এই অধিবেশনটি হবে ইংরেজি নতুন বছর ২০২১ সালের প্রথম অধিবেশন। বছরের প্রথম অধিবেশনটিকে সাধারণত শীতকালীন অধিবেশন বলা হয়ে থাকে। এই অধিবেশনের প্রথম বৈঠকে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে, সেই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। তবে করোনার কারণে এবারও স্বাস্থ্যবিধি মেনেই অধিবেশন পরিচালনা করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। একাদশ অধিবেশন যখন বসতে যাচ্ছে তখন দুই বছর পূর্ণ হবে চলতি একাদশ সংসদের।
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে গত ৮ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন বসে। এটি ছিল চলতি সংসদের দশম অধিবেশন। সংবিধান মোতাবেক, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে।
ইত্তেফাক/এসআই