ক্যাটাগরি

গাবতলীর ২ স্কুলের নতুন নামই বহাল থাকল

রাষ্ট্রপক্ষের
আবেদনে হাই কোর্টের আদেশ স্থগিত করে মঙ্গলবার এ আদেশ দেন চেম্বার বিচারপতি মো.
নূরুজ্জামান।

আবেদনের
পক্ষে শুনানিকারী ডেপুটি অ্যার্টনি জেনারেল তুষার কান্তি রায় বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “মাননীয় চেম্বার বিচারপতি হাই কোর্টের আদেশটি ৮ সপ্তাহের জন্য স্থগিত
করে দিয়েছেন। ফলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় স্কুল দুটির যে নাম
এসেছিল, সে নামেই থাকছে।”

নাম
পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের বক্তব্য কী ছিল- জানতে চাইলে তিনি বলেন, “সে
সময় ৪৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছিল। এটা সরকারের নীতিগত
সিদ্ধান্ত। সরকারের নীতিগত সিদ্ধান্তে হাই কোর্ট হস্তক্ষেপ করতে পারে না।”

বিএনপি
ক্ষমতায় থাকাকালে ১৯৯৬ সালে ‘গাবতলী শহীদ জিয়া হাই স্কুল’ এবং ২০০১ সালে ‘শহীদ
জিয়াউর রহমান গার্লস হাই স্কুল’ প্রতিষ্ঠা করা হয় দলটির প্রতিষ্ঠাতা জিয়ার নামে।

গত
বছর এমপিও অনুমোদন করার সময় স্কুল দুটির নাম পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয়ের
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মেয়েদের
বিদ্যালয়টির নাম করা হয় ‘সুখানপুকুর বন্দর গার্লস হাই স্কুল’, আর ছেলেদেরটির নাম
দেওয়া হয় ‘গাবতলী পূর্বপাড়া হাই স্কুল’।

নতুন
নাম সম্বলিত এমপিওভুক্তির তালিকাটি চ্যালেঞ্জ করে স্কুল দুটির ব্যবস্থাপনা কমিটির
সভাপতি মো. আমিনুল হক ও মোর্শেদ লিটন হাই কোর্টে দুটি রিট আবেদন করেন।

‘কোনো
কারণ ছাড়া’ এভাবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা ‘বেআইনি ও আইনগত
কর্তৃত্ববহির্ভূত’ বলে অভিযোগ করা হয় রিট আবেদনে।

তার
শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ
গত ২৮ ডিসেম্বর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছয় সপ্তাহের জন্য স্থগিত করে দেয়।

সেই
সঙ্গে রুল জারি করা হয়; যাতে বলা হয়, দুই স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত কেন ‘অবৈধ
ও আইনগত কতৃত্ববহির্ভূত’ ঘোষণা করা হবে না?

শিক্ষা
মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী শিক্ষা বোর্ডের
পরিদর্শক, জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব
দিতে বলা হয়।