ক্যাটাগরি

ধর্ষণের সাজানো মামলা, বাদিনীর কারাদণ্ড

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. রোস্তম আলী মঙ্গলবার প্রায় সাত বছর আগের এই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে মামলার বাদীনিকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা আনাদায়ে তাকে আরও পাঁচ মাস কারাভো করতে হবে।

দণ্ডিত নন্দ রাণী মালী জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের বাসিন্দা।

মামলার নথি থেকে জানা যায়, জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের আনুমানিক ৩৫ বছর বয়সী নন্দ রাণী মালী ২০১৪ সালের ২২ এপ্রিল রাতে ধর্ষণের অভিযোগ এনে একই গ্রামের আবুল হায়াতের (বর্তমান বয়স ৪৫) বিরুদ্ধে কালাই থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, “মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনাটি মিথ্যা বলে আদালতে তদন্ত রিপোর্ট দেয়।”

এতে বাদীনি নারাজি দিলে আদালত তা আমলে নেয় বলে তিনি জানান।

নৃপেন্দ্রনাথ আরও বলেন, আজ (মঙ্গলবার) মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল। আইনজীবীদের জেরার এক পর্যায়ে মামলাটি সাজানো বলে প্রমাণিত হলে বিচারক মিথ্যা মামলা করার অভিযোগে বাদীনির বিরুদ্ধে ওই আদেশ দেন।

পরে আদালতের নির্দেশে বাদীনিকে জেলা কারাগারে পাঠানো হয়; আর আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বলে তিনি জানান।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী। আসামিপক্ষের কৌঁসুলি ছিলেন কাজী রাব্বিউল হাসান মোনেম।