শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া (৩৫) উপজেলার ডাকি জাঙ্গাল গ্রামের লাল মিয়ার ছেলে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, “কাতার প্রবাসী ফরিদ মিয়া সম্প্রতি দেশে এসেছিলেন। দুপুরে তিনি মোটরসাইকেলে করে দেউন্দি এলাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এ সময় ফরিদ আহত হলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এদিকে এ দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক ছাড়ে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।