ক্যাটাগরি

হাসপাতালে ‘নিবিড় পর্যবেক্ষণে’ মওদুদ

৮০ বছর বয়সী মওদুদ
শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

সেখানকার হৃদরোগ বিশেষজ্ঞ
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ড মঙ্গলবার দুপুরে
তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন বলে মওদুদের একান্ত সহকারী মোমিনুর
রহমান সুজন জানিয়েছেন।

সন্ধ্যায় তিনি বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যারের অবস্থা অপরিবর্তিত আছে। চিকিৎসকরা আরও কয়েক দিন
উনাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে অবস্থা মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

“স্যারের দুর্বলতা
এখনও আছে। এই দুর্বলতা কাটিয়ে উঠার পর তারা পরবর্তী করণীয় ঠিক করবেন।”

মওদুদ আহমদের শারীরিক
অবস্থা দেখে পরবর্তীতে তার হৃদযন্ত্রে একটি স্থায়ী পেস মেকার স্থাপনের চিন্তাভাবনাও
চিকিৎসকরা করছেন বলে সুজন জানান।

হাসপাতালে ভর্তির সময়
মওদুদ আহমদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল, এখন তা বেড়েছে বলে জানান সুজন।

এখানে আসার পর দুই
দফায় মওদুদের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে জানিয়ে সুজন বলেন, তাতে ফলাফল ‘নেগেটিভ’
এসেছে।

এইচ এম এরশাদের সরকারে
প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যারিস্টার মওদুদ পরে বিএনপিতে যোগ
দিয়ে খালেদা জিয়ার সরকারে আইনমন্ত্রী হয়েছিলেন।

মওদুদের স্ত্রী হাসনা
জসীমউদদীন মওদুদ পল্লীকবি হিসেবে খ্যাত কবি জসীম উদদীনের মেয়ে। স্বামীর রোগমুক্তির
জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।