ক্যাটাগরি

করোনাভাইরাস: ইউভেন্তুসের আরেকজন আক্রান্ত

আগের দিন সান্দ্রোর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর
পুনরায় দলের সবার পরীক্ষা করায় ক্লাবটি। ইতালিয়ান চ্যাম্পিয়নরা মঙ্গলবার এক
বিবৃতিতে জানায়, ৩২ বছর বয়সী কুয়াদরাদোর শরীরে উপসর্গ দেখা যায়নি এবং আইসোলেশনে আছেন তিনি।

সান সিরোয় বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় মিলানের
মুখোমুখি হবে আন্দ্রেয়া পিরলোর দল। স্বাভাবিকভাবেই এই ম্যাচে সান্দ্রো ও
কুয়াদরাদোকে পাবে না তারা।

১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিলান। এক ম্যাচ কম
খেলে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে শিরোপাধারী ইউভেন্তুস।