সাবেক এই অধিনায়কের ওপর আকিব এতটাই ক্ষুব্ধ যে লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় বলেন, মিসবাহকে কোনো স্কুলও তাদের প্রধান কোচ করবে না।
মিসবাহ ও বোলিং কোচ ওয়াকার ইউনিসকে যারা দায়িত্ব দিয়েছেন তাদেরও সমালোচনা করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য আকিব।
“ওয়াকার ইউনিস ও মিসবাহ-উল-হকের কোচিংয়ের কোনো অভিজ্ঞতা ছিল না। তবুও তাদের জাতীয় দলের দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি যারা নিয়েছে, এর জন্য তারা দায়ী।”
“মিসবাহর কোচিং দেখে আমার মনে হয়, এমনকি কোনো স্কুলও তাকে কাজ দেবে না। দলের সঙ্গে পেশাদার কোচদের থাকা উচিত। কেবল মাত্র তখনই পরিস্থিতির উন্নতি হবে।”
নিউ জিল্যান্ড সফরে ধুঁকছে পাকিস্তান। প্রথম টেস্টে হেরে যাওয়া দলটির সামনে চোখ রাঙাচ্ছে আরেকটি পরাজয়। দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হার এড়ানোও হবে বড় চ্যালেঞ্জ।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ২৯৭ রানে অলআউট হওয়ার পর নিউ জিল্যান্ড ৬ উইকেটে ৬৫৯ রান করে ইনিংস ঘোষণা করে। এরপর দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনও দলটির প্রয়োজন ৩৫৪ রান।
দলের কঠিন এই সময়ে কোচদের সমালোচনা করলেও নিজে দায়িত্ব নিতে আগ্রহী নন আকিব। কারণ হিসেবে পিসিবির কর্তাদের ও সংস্থাটির চলমান সিস্টেমকে দুষলেন পিএসএল দল লাহোর কালান্দার্সের এই কোচ।
“ওয়াসিম খান ও তার আশেপাশে যারা আছে, তারা কখনও বাস্তবতার ধার ধারে না। এই জন্য পিসিবির মধ্যে অনেক প্রশাসনিক সমস্যা রয়েছে। যদি পাকিস্তানের ক্রিকেটের উন্নয়নের জন্য পিসিবি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমাদের হকির যে পরিস্থিতি হয়েছে ক্রিকেটের ভাগ্যেও তাই ঘটবে।”