মঙ্গলবার দুপুরে
উপজেলার দক্ষিণ ভাউতলী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুলাল সরদার (৪৫)
দক্ষিণ ভাউতলী এলাকার প্রয়াত হাসেম সরদারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ডাসার
থানার ওসি আবদুল ওহাব মিয়া জানান, সকালে ওমর আলী সরদারের বাড়িতে একটি রেইনট্রি
কাটতে যান দুলালসহ কয়েকজন শ্রমিক।
“গাছ কাটার এক পর্যায়ে গাছের
বড় একটি গুঁড়ি দুলালের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।”
পরে অন্য শ্রমিকরা
দুলালকে গুরতর অবস্থায় পার্শ্ববর্তী বরিশালের গৌরনদী উপজেলার আশুকাঠি হাসপাতালে
নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।
আশুকাঠি হাসপাতালে
ময়নাতদন্ত শেষে স্বজনদের লাশ হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।