ক্যাটাগরি

‘পাকিস্তান স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে’

তার মতে, পিসিবি ‘গড়পড়তা খেলোয়াড়’ তুলে আনছে। তাই ‘স্কুল পর্যায়ের’ ক্রিকেট খেলছে দল।

অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি এবং হেনরি নিকোলস ও ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টে রানের পাহাড় গড়েছে নিউ জিল্যান্ড। মঙ্গলবার তৃতীয় দিন কিউইরা প্রথম ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৬৫৯ রানে। ইনিংস হার এড়াতেই এখনও পাকিস্তানের প্রয়োজন ৩৫৪ রান, হাতে আছে ৯ উইকেট।  

দিনের খেলা শেষে টুইটারে পোস্ট করা ভিডিওতে পিসিবির কড়া সমালোচনা করেন শোয়েব।

“পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের তৈরি করা নীতিতে নিজেরাই কাটা পড়ছে। গড়পড়তা খেলোয়াড়দের তুলে আনা এবং খেলানোর কাজ তারা করেই যাচ্ছে। সাধারণ মানের দল বানিয়েই যাচ্ছে। আর গড়পড়তা কাজ চালিয়ে গেলে গড়পড়তা ফলই আসবে।”

“যখনই পাকিস্তান টেস্ট ক্রিকেট খেলবে, তখনই তাদের ধুঁকতে দেখা যাবে। তারা স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে এবং টিম ম্যানেজমেন্ট তাদের স্কুল পর্যায়ের ক্রিকেটার বানিয়ে ফেলেছে। এখন আবার তারা ম্যানেজমেন্ট পরিবর্তনের কথা ভাবছে, কিন্তু তারা কবে বদলাবে?”

নিউ জিল্যান্ড সফরের প্রথম টেস্টে ১০১ রানে হেরেছিল পাকিস্তান। দুই ম্যাচের সিরিজে তাদের সামনে এখন হোয়াইটওয়াশড হওয়ার শঙ্কা।