বোটিং ক্যাম্পিং ফিশিং স্টোরের (বিসিএফ) ওই বিজ্ঞাপনটি এরই মধ্যে ইউটিউবে আড়াই লাখেরও বেশি বার দেখা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
কেউ একজন বাদুড় খাওয়ার কারণেই মহামারী শুরু হয়েছে- বিজ্ঞাপনটিতে এক ব্যক্তিকে এমন কৌতুক করতে দেখা যায়।
চীনের উহানে প্রথম দিকে শনাক্ত কোভিড-১৯ রোগীদের সঙ্গে শহরটির একটি বন্যপ্রাণী বেচাকেনার বাজারের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও বাদুড় থেকেই প্রাণঘাতী এই ভাইরাস এসেছে ও ছড়িয়েছে এখন পর্যন্ত এমন সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি।
“বিসিএফের সামার ক্যাম্পেইনের বিজ্ঞাপনটির মান নিয়ে অসংখ্য অভিযোগ এসেছে; আমরা সেগুলো খতিয়ে দেখছি,” বলেছেন অস্ট্রেলিয়ার অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস ব্যুরো।
২০১৬ ও ২০১৮ সালে প্রচারিত বিসিএফের আগের কয়েকটি বিজ্ঞাপন নিয়েও অনেকে আপত্তি জানিয়েছিলেন।
“বছরের পর বছর ধরে বিসিএফ কৌতুককর ও উদ্ভট প্রচারের একটি ধারা প্রতিষ্ঠা করেছে। আমরা এর সঙ্গে পরিচিত,” বলেছেন ওই মুখপাত্র।
বিসিএফের এক মুখপাত্র অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোকে বলেছেন, করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ার বেশিরভাগ বাসিন্দাই এই গ্রীষ্মেও ঘরে থাকছেন; তাদেরকে নিজেদের বাড়ির আশপাশ ঘুরে দেখতে আগ্রহী করতেই এ বিজ্ঞাপনটি করা হয়েছে।
তবে এ বিজ্ঞাপন অস্ট্রেলিয়া ও চীনের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে দিতে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন।
করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে গত বছর থেকেই বেইজিং ও ক্যানবেরার মধ্যে উত্তেজনা চলছে।