ক্যাটাগরি

বিজ্ঞাপনে ‘বাদুড়ের স্যান্ডউইচখেকো মানুষ’, অস্ট্রেলিয়ায় তদন্ত

বোটিং ক্যাম্পিং ফিশিং স্টোরের (বিসিএফ) ওই বিজ্ঞাপনটি এরই মধ্যে ইউটিউবে আড়াই লাখেরও বেশি বার দেখা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

কেউ একজন বাদুড় খাওয়ার কারণেই মহামারী শুরু হয়েছে- বিজ্ঞাপনটিতে এক ব্যক্তিকে এমন কৌতুক করতে দেখা যায়।

চীনের উহানে প্রথম দিকে শনাক্ত কোভিড-১৯ রোগীদের সঙ্গে শহরটির একটি বন্যপ্রাণী বেচাকেনার বাজারের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও বাদুড় থেকেই প্রাণঘাতী এই ভাইরাস এসেছে ও ছড়িয়েছে এখন পর্যন্ত এমন সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। 

“বিসিএফের সামার ক্যাম্পেইনের বিজ্ঞাপনটির মান নিয়ে অসংখ্য অভিযোগ এসেছে; আমরা সেগুলো খতিয়ে দেখছি,” বলেছেন অস্ট্রেলিয়ার অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস ব্যুরো।

২০১৬ ও ২০১৮ সালে প্রচারিত বিসিএফের আগের কয়েকটি বিজ্ঞাপন নিয়েও অনেকে আপত্তি জানিয়েছিলেন।

“বছরের পর বছর ধরে বিসিএফ কৌতুককর ও উদ্ভট প্রচারের একটি ধারা প্রতিষ্ঠা করেছে। আমরা এর সঙ্গে পরিচিত,” বলেছেন ওই মুখপাত্র।

বিসিএফের এক মুখপাত্র অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোকে বলেছেন, করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ার বেশিরভাগ বাসিন্দাই এই গ্রীষ্মেও ঘরে থাকছেন; তাদেরকে নিজেদের বাড়ির আশপাশ ঘুরে দেখতে আগ্রহী করতেই এ বিজ্ঞাপনটি করা হয়েছে।  

তবে এ বিজ্ঞাপন অস্ট্রেলিয়া ও চীনের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে দিতে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন।

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে গত বছর থেকেই বেইজিং ও ক্যানবেরার মধ্যে উত্তেজনা চলছে।