ক্যাটাগরি

বেড়ায় অবৈধভাবে বালু তোলায় জরিমানা আদায়

মঙ্গলবার সকালে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও আসিফ আনাম সিদ্দিকী জানান, উপজেলার কাজিরহাট, নটাখোলা, রাখসা এলাকায় যমুনা নদীর তীর রক্ষা বাঁধের কোল ঘেঁষে ড্রেজার বসিয়ে বালু তুলছে ক্ষমতাশালী একটি মহল। সকালে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

“আটক চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে তারা জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পান।”

এ সময় কাজিরহাট ঘাট এলাকার পার্শ্ববর্তী স্থানে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের উপরে থাকা বালু তোলার পাইপ অপসারণ করা হয় বলেও ইউএনও জানান।

ইউএনও আসিফ আনাম সিদ্দিকী আরও বলেন, এদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেভাবেই হোক অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে।