ক্যাটাগরি

মিরপুরে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নিহত আয়েশা আক্তার আশা (২২) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ছাত্রী।

সোমবার রাত ২টার দিকে রাজধানীর মিরপুরের টেকনিকাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে দারুস সালাম থানার পরিদর্শক সোহান আহমেদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একটি ট্রাক চলন্ত মোটরবাইকটিকে পেছন থেকে ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়। বাইকের চালক সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য আয়েশার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলে সোহান জানান।