ক্যাটাগরি

রংপুরে হিন্দুপল্লিতে আগুনের ঘটনায় ৪৪ জন কারাগারে

জেলার গঙ্গাচড়া আমলি
আদালতের বিচারক সোয়েবুর রহমান মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক
নাজুমল কাদের জানিয়েছেন।

২০১৭ সালের ৬ নভেম্বর
ধর্ম অবমাননার ছবি পোস্ট করার অভিযোগ ওঠে সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়ার খগেন রায়ের
ছেলে টিটু রায়ের বিরুদ্ধে। পরে ওই পাড়ায় হিন্দুদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর,
অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হন।

এ ঘটনায় সদর ও গঙ্গাচড়া
থানায় দুটি মামলা হয়। গঙ্গাচড়া থানার মামলায় ২২৫ জনের বিরুদ্ধে তৎকালীন তদন্ত কর্মকর্তা
এসআই মকবুল হোসেন আদালতে ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

পরিদর্শক নাজুমল বলেন,
মঙ্গলবার ৪৪ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তা নামঞ্জুর
করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।