ইউরোপিয়ান মেডিসিন অথোরিটি (ইএমএ) বুধবার করোনাভাইরাসের দ্বিতীয় টিকা হিসাবে মডার্নাকে সবুজ সংকেত দিয়েছে।
এতে করোনাভাইরাস মহামারীতে নাকাল ইউরোপের দেশগুলোতে এ ভাইরাস সংক্রমণ মোকাবেলায় আরও আশার সঞ্চার হয়েছে।
এখন ইউরোপীয় কমিশন মডার্নার টিকাটি অনুমোদন করলেই ইইউ সদস্যদেশগুলোতে এই টিকা সহজলভ্য হবে। ইইউ’র নির্বাহী কর্মকর্তা শিগগিরই টিকাটি অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে।
ওষুধ সংস্থা ইএমএ’র নির্বাহী পরিচালক এমার কুক বলেছেন, “বর্তমান জরুরি পরিস্থিতি জয় করতে এই টিকা আমাদের আরেকটি হাতিয়ার হিসাবে কাজ করবে।”
ইএমএ এর দু’সপ্তাহ আগে আরেক মার্কিন কোম্পানি ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা শর্তসাপেক্ষে বাজারজাত করার অনুমতি দিয়েছিল।
এক সপ্তাহ আগে ইইউ দেশগুলোতে ফাইজার/বায়োএনটেকের টিকাদান কর্মসূচিও শুরু হয়েছে। এরই মধ্যে এই টিকা দেওয়া হয়েছে শত শত ইউরোপীয়কে।
কিন্তু অসম টিকাদান কর্মসূচি এবং এর শ্লথগতির কারণে ইউরোপের অনেক দেশই হতাশা প্রকাশ করেছে। টিকাদান প্রকল্প তীব্র সমালোচনার মুখে পড়েছে।
এ পরিস্থিতিতে এবং করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকার মধ্যে মডার্নার টিকা ইউরোপের টিকাদান কর্মসূচিতে গতি সঞ্চার করতে সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লিন মডার্নার টিকা অনুমোদনের খবরকে স্বাগত জানিয়ে এক টুইটে বলেছেন, “আমরা এখন এ টিকা অনুমোদন করে তা ইইউ’র জন্য সহজলভ্য করতে পূর্ণ্যদমে কাজ করছি।”
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়ান্স স্পান বলেছেন, ইইউ দেশগুলোতে আগামী সপ্তাহেই মডার্নার টিকাদান শুরু হতে পারে বলে তিনি আশা করছেন।
মডার্নার টিকা এর আগে অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, এবং ইসরায়েলে।