ক্যাটাগরি

ইস্ট ডেল্টায় স্প্রিং সেমিস্টারে ভর্তি শুরু

আগামী শনিবার ভর্তি কার্যক্রম
নিয়ে ‘ভর্তি মেলা’ অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের
পাশাপাশি অনলাইনেও এ মেলা কার্যক্রম চলবে বলে ইডিইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়।

সকাল ১১টা থেকে বিকাল
৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত অনলাইনে এ কার্যক্রম
অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছুরা বিবিএ, বিএ ইন ইংলিশ, বিএ ইন ইকনোমিক্স, বিএসসি ইন কম্পিউটার
সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক
ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইলেক্ট্রিকাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং,
স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হতে পারবে।

এছাড়া এমবিএ, মাস্টার্স ইন
ইংলিশ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি/মাস্টার্স ইন
ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রামে ভর্তির ‍সুযোগ
রয়েছে।

ভর্তি মেলায় স্পট অ্যাডমিশনের
সুযোগের পাশাপাশি ভর্তির ওপর বিভিন্ন হারে ছাড় এবং বিশেষ বৃত্তিরও সুযোগ রাখা হয়েছে
বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়।

এছাড়াও মেলায় বিশ্ববিদ্যালয়ের
স্কলারশিপ, ক্যাম্পাস জব, অ্যাক্সেস একাডেমি, সেন্টার ফর প্রফেশনাল ডেভলপমেন্ট
এন্ড চেইঞ্জ, অ্যাডভান্সড সার্টিফিকেট ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্স,
নেটওয়ার্ক এন্ড প্লেসমেন্ট সেল, ক্লাব কার্যক্রম, আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার,
হায়ার এডুকেশন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথশিক্ষা কার্যক্রমের নানান তথ্য
জানা যাবে।

ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে
ইডিইউর ওয়েবসাইট বা অফিসিয়াল ফেইসবুক পেইজে ভিজিট করতে বলা হয়েছে সংবাদ
বিজ্ঞপ্তিতে।

বিস্তারিত তথ্যের জন্য ফোন করুন ০১৩১১-১০৪৫৩১,
০১৩১১-১০৪৫৩২, ০১৩১১-১০৪৫৩৪, ০১৩১১-১০৪৫৩৭ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা
হয়েছে।