মঙ্গলবার বিকালে সিলেট
মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ এই বদলির আদেশ দেন।
সিলেট মহানগর পুলিশের
অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের বলেন, ছয় থানার ওসিরা দীর্ঘদিন ধরে
থানাগুলোতে দায়িত্ব পালন করছিলেন। স্বাভাবিক নিয়মেই তাদের বদলির আদেশ দেওয়া হয়েছে।
গত বছরের ১১ অক্টোবর
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদের মৃত্যুর
পর বদলি করা হয় মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে।
২৭
অক্টোবর নবনিযুক্ত কমিশনার নিশারুল আরিফ যোগ দিয়েই থানাগুলোতে ওসি ও
অফিসারদের পরিবর্তনের আভাস দিয়েছিলেন।
মহানগরীর কতোয়ালি থানার
ওসি সেলিম মিয়াকে বদলি করে এস এম আবু ফরহাদকে, দক্ষিণ সুরমা থানায় আক্তার হোসেনের
স্হলে মো. মনিরুল ইসলাম এবং শাহপরান থানায় কাইয়ুম চৌধুরীকে বদলি করে সৈয়দ আনিসুর
রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
জালালাবাদ থানায় অকিল
উদ্দিনের স্হলে নাজমুল হুদা খান, বিমানবন্দর থানায় শাহাদাত হোসেনকে বদলি করে খান
মো. ময়নুল জাকিরকে এবং মোগলাবাজার থানায় সাহাবুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন মো. শামসুদ্দোহা।