দুই কোম্পানির মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর সোমবার
থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমজিএইচ গ্রুপের কোম্পানি ‘এমজিএক্স’ দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ই-কমার্স,
ঔষধসেবা, এফএমসিজই, আরএমজি স্যাম্পল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সরবরাহের কাজ করে।
চুক্তি অনুযায়ী, দেশে স্বপ্নের ১৪৫টি শাখা থেকে ক্রেতার কেনা পণ্য দুই
ঘণ্টার মধ্যে বাসায় পৌঁছে দেবে তারা।
গত ৩১ ডিসেম্বর দুই কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমজিএক্স
এর হেড অব বিজনেস রাইদ চৌধুরী, এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) বিজনেস ডিরেক্টর
সোহেল তানভীর খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাইদ চৌধুরী বলেন, “এমজিএক্স দ্রুত ও সাশ্রয়ী ডেলিভারির নিশ্চয়তা নিয়ে
স্বপ্নের ক্রেতাদের সেবা প্রদান করবে।”