ক্যাটাগরি

হোটেলে নববধূর লাশ, পুলিশ স্বামী পলাতক

মেহনাজ জেরিন (২৪)
নামে ওই তরুণীর স্বামী পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম। ঢাকার সিটিএসবিতে কর্মরত জাহিদুলের
খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু
জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে উত্তর কমলাপুরের ‘হোটেল সিটি প্যালেস ইন্টারন্যাশনালের’
দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে জেরিনের লাশ উদ্ধার করা হয়।

“ফ্যানের সঙ্গে পরনের
চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়। কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ
করা ছিল।”

তিনি বলেন, জাহিদুলের
সঙ্গে জেরিনের বিয়ে হয় ১ জানুয়ারি। দুদিন পর ৩ জানুয়ারি তারা হোটেলের ওই কক্ষটি
ভাড়া নেন।

সকালে হোটেলবয় দরজায়
‘নক’ করে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মৃতদেহটি
উদ্ধার করে।

মেয়েটির গ্রামের বাড়ি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বড় দশিয়ায়। জাহিদুলের গ্রামের বাড়িও একই এলাকায়।

পুলিশ কর্মকর্তা মিঠু
বলেন, “পাঁচ দিন আগে বিয়ে হয়েছে, আর এর মাঝে এই ঘটনা। নিশ্চয়ই স্বামী-স্ত্রীর মাঝে
কিছু ঘটেছিল। তবে জেরিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।”

জেরিনের ভাই জাহিদুলকে
আসামি করে রাতে মতিঝিল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন বলে জানিয়েছেন
তিনি।