ক্যাটাগরি

করোনাভাইরাস: আক্রান্ত মিলানের ২ ফুটবলার

ইতালিয়ান দলটি বুধবার এক বিবৃতিতে জানায়, ম্যাচ সামনে রেখে মঙ্গলবার করানো পরীক্ষায় এই
দুজনের ফল পজিটিভ আসে। তাদের শরীরে উপসর্গ দেখা যায়নি। আইসোলেশনে আছেন দুজনই।

পরে সবার আরেক দফা করানো পরীক্ষায় বাকিদের ফল নেগেটিভ আসে বলেও
জানানো হয় বিবৃতিতে।

চলতি মৌসুমে লিগে এখনও পর্যন্ত অপরাজিত মিলানের অনুপস্থিত
খেলোয়াড়দের তালিকা বেশ লম্বা। নিষেধাজ্ঞার কারণে থাকবেন না মিডফিল্ডার সান্দ্রো
তোনালি। চোটে আগে থেকেই বাইরে আছেন তারকা ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচসহ চার জন।
এর মধ্যেই এলো দুজনের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর।

ইউভেন্তুসেরও দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আগেই; সেজন্য বাইরে আছেন আলেক্স সান্দ্রো ও হুয়ান
কুয়াদরাদো।

সান সিরোয় বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় মুখোমুখি হবে মিলান
ও ইউভেন্তুস। ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিলান। এক ম্যাচ কম খেলে ২৭
পয়েন্ট নিয়ে পাঁচে শিরোপাধারী ইউভেন্তুস।