ক্যাটাগরি

দক্ষিণ আফ্রিকায় ফিরলেন অ্যাবট

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণ তিনটি
মৌসুম পার করেন
অ্যাবট। ১৮.৬৩ গড়ে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে উইকেট নেন ১৮২টি।

ব্রেক্সিটের জন্য এই বছর থেকে কার্যকর থাকছে
না ২০১৭ সালে
হ্যাম্পশায়ারের সঙ্গে করা অ্যাবটের চুক্তি। তাই আবার
দেশে ফিরে এসেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৩
সালে টেস্ট দিয়ে
আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় তার। ওই বছরই অভিষেক হয় বাকি দুই সংস্করণে। দেশের হয়ে ১১ টেস্ট,
২৮ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ৯৯ উইকেট।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় এক বছর ক্রিকেটের বাইরে ছিলেন অ্যাবট। লঙ্কা প্রিমিয়ার লিগ দিয়ে গত নভেম্বরে ফিরেন খেলায়। এবার
দেশের ঘরোয়া টুর্নামেন্টে খেলতে
মুখিয়ে আছেন তিনি।

আগামী শনিবার শুরু হবে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে কাপ। প্রথম দিনই
অ্যাবটের পুরনো দল ডলফিনসের মুখোমুখি হবে তার নতুন দল টাইটান্স।