ক্যাটাগরি

দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাত্রলীগের

বুধবার বিকেলে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল, হ্যান্ড
স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছে সংগঠনটি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর
রহমান, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের
সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

প্রতিমন্ত্রী এনামুর
রহমান বলেন, “করোনার সময় যখন বন্যা দেখা দিয়েছে তখন ধান কাটার শ্রমিক ছিল না, সে সময়
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে
ছাত্রলীগ সারা দেশে কৃষকদের ধান কেটে দিয়েছে। বিশেষ করে হাওড় অঞ্চলে ধান কাটা খুবই
প্রশংসিত হয়েছে। তারা কৃষকের ধান কেটে খাদ্য সংকট দূর করাসহ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে,
তা সাধারণ মানুষের মনে দাগ কেটেছে। এতে প্রমাণিত হয়েছে যে, ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়াতে
পারে।”

তিনি বলেন, “মাননীয়
প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলায় অনেক উন্নত দেশের তুলনায় বেশি
সাফল্য দেখিয়েছে। আজ বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয় এবং উন্নয়নের বিভিন্ন
সূচকে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানকে ছাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন সারা পৃথিবীতে
উন্নয়নের রোল মডেল। এসব কিছুই শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।

“মাননীয় প্রধানমন্ত্রীর
নির্দেশে সাত কোটি মানুষকে ডেটাবেইজের আওতায় এনে আমরা মানবিক সহায়তা পোঁছে দিয়েছি।
প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মানুষের পাশে আছি এবং আজীবন থাকব।”

আল নাহিয়ান খান জয়
বলেন, “দেশ ও জনতার জন্য কাজ করতেই বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। এখনও কৃষকের
ধান কাটা থেকে শুরু করে মানবসৃষ্ট কিংবা প্রাকৃতিক দুর্যোগে আর্তমানবতার সেবায় নিয়োজিত
রয়েছে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কথায় নয়, কাজে বিশ্বাসী।
কাজের মাধ্যমে ছাত্রলীগ শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।”

তিনি বলেন, “দক্ষিণ
এশিয়ার সর্ববৃহৎ এ ছাত্র সংগঠন নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনতে এখন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
ছাত্রলীগের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অনেকেই ছাত্রলীগের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন।”

অনুষ্ঠানে ছাত্রলীগের
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ
সংগঠনটির কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার
নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

৪ জানুয়ারি ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী
উদযাপন করেছে ছাত্রলীগ। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবে সংগঠনটি।