মঙ্গলবার গভীর রাতে বাজারের সেতারা ক্লিনিক সড়কের দক্ষিণ পাশের সারির দোকানগুলোয় এ অগ্নিকাণ্ড ঘটে।
পুলিশ সদস্যরা ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পোলট্রি ফিড, ওষুধ, মুদি-মনোহরী, স্বর্ণ, স্টেশনারীসহ ১৪টি দোকানের মালামাল পুড়ে যায়।
ফায়ার কর্মী আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টার দিকে আলতাফ হোসেনের লেপ-তোষকের দোকানের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা আশপাশের প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ‘৭৪ লাখ টাকার’ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয় বলেন মামুন।