মৌসুমের শুরুতে কাতালান দলটিতে কোচ হয়ে আসা রোনাল্ড কুমান
আগেই বলেছিলেন, মূল দলে খুব একটা সুযোগ পাবেন না আলেনা। তবে দলে জায়গা পেতে লড়াই চালিয়ে
যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ২৩ বছর বয়সী স্প্যানিয়ার্ড।
কুমানের কথাই সত্যিই হয়। খুব একটা সুযোগ মেলেনি আলেনার।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে খেলেছেন তিন ম্যাচ- লা লিগায় দুটি, একটি চ্যাম্পিয়ন্স
লিগে। নিয়মিত খেলার জন্য এবার নতুন ঠিকানায় গেলেন তিনি।
গত মৌসুমে রিয়াল বেতিসে ধারে খেলেছিলেন লা মাসিয়ায় বেড়ে
ওঠা এই ফুটবলার। বার্সেলোনার মূল দলের হয়ে ৪৩ ম্যাচে তিন গোল করেছেন তিনি।