শ্রীমঙ্গল ফায়ার স্টেশন
কর্মকর্তা আব্দুল আহাদ জানান, বুধবার বিকালে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর মেরী গোল্ড
সিএনজি পাম্পে একটি অটোরিকশায় গ্যাস দেওয়ার সময় এই ঘটনা ঘটে।
মেরী গোল্ড সিএনজি ফিলিং
স্টেশনের প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, বিকালে শ্রীমঙ্গল পাম্পে একটি সিএনজি অটোরিকশায় গ্যাস দিতে নজেল
প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে নজেলের পাইপটি ফেটে যায়। একই সঙ্গে আগুন ধরে
যায়।
“এই সময় গাড়িতে থাকা যাত্রীসহ
অন্যরা নিরাপদ দূরত্বে সরে প্রাণে বাঁচেন।”
তিনি জানান, আগুন লাগার
খবর শুনে তারা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আগুন নেভানোর কাজে লেগে পড়েন। আগুনে পাম্পের
ডিসপেন্সার মেশিন, নজেল, ওয়ারিংসহ অনেক কিছু পুড়ে গেছে।
এতে ফিলিং স্টেশনের প্রায়
৩০/৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এই প্রকৌশলীর দাবি।
পুড়ে যাওয়া তিনটি অটোরিকশার
মালিক নুর মিয়া, জামাল মিয়া ও অনিক দেব জানান, এর উপরেই তাদের সংসার চলে। সিএনজি ক্রয়ের
কিস্তিও দিতে হয়, এখন তারা নিঃস্ব।
শ্রীমঙ্গল ফায়ার স্টেশন
কর্মকর্তা আব্দুল আহাদ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে
আনেন।
“তিনটি সিএনজিচালিত অটোরিকশা
এবং ফিলিং স্টেশন ডিসপেন্সার মেশিন পুড়েছে।”
তবে মেশিনের ভিতর ও গাড়ির
ইঞ্জিনের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ছাড়া বলা যাবে না বলে তিনি
জানান।
বাসিন্দা বাসিন্দা জসিম
মিয়া ও সাইফুল ইসলাম জানান, বিকট শব্দে পাম্পের পাশে তাদের বাসা ও মার্কেটের ভবনে ফাটল
দেখা দিয়েছে।
আরেক বাসিন্দা চম্পা বেগম
বলেন, শব্দের সাথে সাথে তাদের ঘর নড়তে থাকে। ভয়ে তারা ঘর থেকে বের হয়ে চলে যান।