ক্যাটাগরি

সাতকানিয়ায় ৩ ইটভাটা উচ্ছেদ

বুধবার
সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস আর আলমগীর
ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফজারুল ইসলাম অভিযান চালিয়ে ইটভাটা
তিনটি উচ্ছেদ করেন।

ইটভাটা
তিনটি হল, কেওচিয়া এলাকার শাহজালাল ব্রিকস, সেভন স্টার ব্রিকস ও একই এলাকার নুর হোসেন
ব্রিকস।

পরিবেশ
অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স না থাকায়
অভিযান চালিয়ে ইটভাটা তিনটি উচ্ছেদ করা হয়।

তিনি
বলেন, ইটভাটা তিনটির ১২০ ফুট দৈর্ঘ্যেও চিমনি ভেঙে ফেলে তা গুঁড়িয়ে দেওয়া হয়। এসব সনাতন
পদ্ধতির ইটভাটা ছিল।

অভিযানে
নুর হোসেন ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানাও করা হয়।

ইটভাটাগুলোর
২৫ লাখ কাঁচা ইট ধ্বংসও করা হয়।