রামু থানার ওসি
কেএম আজমিরুজ্জামান জানান, বুধবার রাত সাড়ে
৯টায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান এলাকায়
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তারা হতাহত হন।
নিহত নাসরিন জাহান
বৈশাখী (২২)
ওই ইউনিয়নের
সওদাগরপাড়া এলাকার দলিলুর রহমানের মেয়ে। তিনি রামুর একটি বেসরকারি
হাসপাতালে চাকরি করতেন বলে এলাকাবাসী জানিয়েছে।
ওসি আজমিরুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন,
কক্সবাজারগামী স্বাধীন ট্রাভেলস নামে একটি
বাস বিপরীত
দিক থেকে
আসা অটোরিকশাকে
ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী
নাসরিন ঘটনাস্থলে
প্রাণ হারান।
এছাড়া চালকসহ আরও তিনজন আহত
হলে তাদের উদ্ধার করে রামু
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান ওসি।
তিনি বলেন, পুলিশ
বাসটি জব্দ
করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে
গেছেন। লাশ স্বজনদের
কাছে হস্তান্তর
করা হয়েছে।