>> বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2021 10:15 AM BdST
Updated: 07 Jan 2021 12:25 PM BdST
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য কংগ্রেসের যৌথ অধিবেশন চলার মধ্যেই বুধবার ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে ঢুকে পড়ে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি করে। বিক্ষোভের মধ্যে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ক্যাপিটল, কংগ্রেস অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়। ট্রাম্প সমর্থকরা জানালা ভাঙচুর করে, পুলিশের সঙ্গে দাঙ্গায় জড়ায়। সংঘাতের মধ্যে নিহত হন চারজন।
-
হোয়াইট হাউজের কাছে সমবেত কয়েক হাজার সমর্থকের উদ্দেশে ট্রাম্প বক্তব্য দেওয়ার পর এই গোলযোগ দেখা দেয়। প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যান করতে আইনপ্রণেতাদের চাপ দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি ‘লড়াইয়ে’ নামতে বলেন তিনি। ছবি: রয়টার্স
-
ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। ছবি: রয়টার্স
-
ক্যাপিটল ভবনের দখল নিয়ে থাকা বিক্ষোভকারীদের সরাতে টিয়ার গ্যাসের শেল ছোড়ে পুলিশ। ছবি: রয়টার্স
-
বিক্ষোভে কয়েক ঘণ্টা কার্যত অবরুদ্ধ থাকে ক্যাপিটল প্রাঙ্গণ। প্রতিনিধি পরিষদের সদস্যদের পাহারা দিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে নিয়ে যায় পুলিশ। ছবি: রয়টার্স
-
কংগ্রেসের যৌথ অধিবেশন চলার সময় বিক্ষোভরত ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল ভবনের দেয়াল বেয়ে উঠতে দেখা যায়। ছবি: রয়টার্স
-
ক্যাপিটল ভবনে ঢুকে পড়ার সময় ট্রাম্প সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়। ছবি: রয়টার্স
-
ক্যাপিটল ভবনের হলওয়েতে বসে থাকা এক বিক্ষোভকারীর হাতে দেখা যায় লাঠি আর ট্যাকটিক্যাল শিল্ড। ছবি: নিউ ইয়র্ক টাইমস
-
বিক্ষোভরত ট্রাম্প সমর্থকরা যখন দেয়াল বেয়ে ক্যাপিটল ভবনে উঠছিলেন, কেউ কেউ সেলফিও তুলছিলেন। ছবি: নিউ ইয়র্ক টাইমস
-
ক্যাপিটল ভবনের ভেতরে ঢুকে পড়া বিক্ষোভকারীরা সেখানেও বিক্ষোভ দেখান। নির্বাচনের ফল বাতিলের দাবি জানান তারা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
-
ক্যাপিটল ভবনের জানালা ভেঙে ভেতরে ঢুকছেন এক ট্রাম্প সমর্থক, তার সঙ্গে হেলমেট। পাশেই আরেকজনের মাথায় ট্রাম্পের ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান লেখা টুপি। ছবি: নিউ ইয়র্ক টাইমস
-
ট্রাম্প সমর্থকদের বিক্ষোভের মধ্যে কয়েক ঘণ্টা কার্যত অবরুদ্ধ থাকে ক্যাপিটল ভবন। ছবি: রয়টার্স