বৃহস্পতিবার জালশুকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার পরিদর্শক
(অপারেশন) মুজাহিদুল ইসলাম জানান।
নিহত জুবায়ের হোসেন ওরফে লিপু (৬) উপজেলার কাঞ্চানপুরের জাহাঙ্গীর আলমের ছেলে।
সে স্থানীয় গোসাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।
পরিদর্শক মুজাহিদুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে জালশুকার ঘাটাখালী নদীর তীরবর্তী
এলাকায় ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল। দুপুরে লিপু ও তার সমবয়সী কয়েকজন শিশু ওই ভেকুর
পাশে দাঁড়িয়ে মাটিকাটা দেখছিল।
“হঠাৎ
নিয়ন্ত্রণ হারিয়ে ভেকুটি তাদের দিকে ছুটে যায় এবং লিপু ভেকুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই
মারা যায়।”
মুজাহিদুল ইসলাম জানান, ঘটনার পর ভেকুর চালক ও সহযোগীরা ভেকু ফেলে পালিয়ে গেছে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল
মর্গে পাঠিয়েছে। ভেকুটি জব্দ করা হয়েছে।