গ্রেপ্তার মো. রাশেদ
বৃহস্পতিবার
নগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়ি ২ নম্বর গলি থেকে মো. রাশেদ (৩৪) নামে ওই ব্যক্তিকে
গ্রেপ্তার করে।
রাশেদের
বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়, তিনি থাকেন নগরীর টাইগার পাস এলাকার রেলওয়ে ব্যাচেলর
কোয়ার্টারে।
কোতোয়ালি
থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাশেদ নিজেকে চিকিৎসক
পরিচয় দিয়ে কাজীর দেউড়ি ২ নম্বর গলির একটি বাসায় ঢুকে বাসায় থাকা গৃহবধূর নাম, বয়স
ও সন্তানদের কথা জিজ্ঞেস করেন।
“এক
পর্যায়ে সে পকেট থেকে থার্মোমিটার বের করে ওই গৃহবধূর শরীরের স্পর্শকাতর স্থানে হাত
দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। তখন ওই নারী তার স্বামীকে ডেকে আনে এবং প্রতিবেশীদের
সহায়তায় তাকে আটকে রেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে।”
রাশেদের
বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে।