প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ১-১ ড্র করে শিরোপাধারীরা।
রোমাইন হামুমার গোলে পিছিয়ে পড়া পিএসজিকে সমতায় ফেরান মোইজে কিন।
এই ম্যাচ দিয়ে প্যারিসের ক্লাবটিতে শুরু হলো মাওরিসিও
পচেত্তিনো অধ্যায়। আগের কোচ টমাস টুখেলকে বরখাস্ত করার পর নতুন বছরের শুরুতে
ক্লাবের সাবেক এই সেন্টার-ব্যাককে নিয়োগ দেয় ফরাসি চ্যাম্পিয়নরা।
লিগে টানা দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট হারাল পিএসজি।
এর আগে লিলের মাঠে গোলশূন্য ড্র করেছিল তারা।
বড়দিনের ছুটির আগে গত রাউন্ডে ঘরের মাঠে স্ত্রাসবুরকে ৪-০
গোলে হারানো পিএসজি বল দখলে আধিপত্য করলেও প্রথম সুযোগটি পায় সাঁত এতিয়েন। নবম
মিনিটে কর্নারে স্বাগতিক এক ডিফেন্ডারের হেড ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক
কেইলর নাভাস।
দ্বাদশ মিনিটে এগিয়ে যেতে পারতো পিএসজি। কর্নারে ছয় গজ
বক্সের সামনে থেকে মার্কিনিয়োসের জোরালো হেড লাফিয়ে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর
দিয়ে পাঠান প্রতিপক্ষ গোলরক্ষক।
পিএসজির ভুলের সুযোগে ১৯তম মিনিটে এগিয়ে যায় সাঁত এতিয়েন।
নিজেদের ডি-বক্সের সামনে বলের নিয়ন্ত্রণ হারান ইদ্রিসা গেয়ি। সতীর্থের পাস থেকে
বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন হামুমা।
দুই মিনিট পরই দারুণ এক পাল্টা আক্রমণে সমতা ফেরায়
সফরকারীরা। মাঝমাঠের কাছাকাছি থেকে সতীর্থের উঁচু ক্রস বাঁ দিকে পেয়ে কিলিয়ান
এমবাপে ডি-বক্সে বল বাড়ান মার্কো ভেরাত্তিকে। তার পাসে বল পেয়ে শরীর ঘুরিয়ে জালে
পাঠান কিন।
৩৪তম মিনিটে কুলাঁ দেগবার ক্রস ডি-বক্সে পেয়ে উড়িয়ে মেরে
সুযোগ নষ্ট করেন আনহেল দি মারিয়া। বিরতির আগে নাভাসের দৃঢ়তায় আরেকবার রক্ষা পায়
পিএসজি।
৫৪তম মিনিটে কয়েক জনের বাধা এড়িয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে
ঢুকে পড়েছিলেন এমবাপে। দ্রুত এগিয়ে এসে ফরাসি ফরোয়ার্ডের প্রচেষ্টা রুখে দেন
গোলরক্ষক।
৭০তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি সাঁত এতিয়েন। কর্নারে
একজনের হেড ফেরে ক্রসবারে লেগে। পরের মিনিটে দি মারিয়ার ক্রসে কিনের ভলিতে
ক্রসবারের সামান্য ওপর দিয়ে উড়ে যায় বল। একটু পর দি মারিয়ার শট বাঁ দিকে ঝাঁপিয়ে
ফেরান গোলরক্ষক।
যোগ করা সময়ে ভালো একটি সুযোগ পেয়েছিলেন দি মারিয়ার বদলি
নামা পাবলো সারাবিয়া। কিন্তু ছয় গজ বক্সের কোণা থেকে উড়িয়ে মেরে হতাশ করেন তিনি।
হোঁচট খেলেও পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠেছে পিএসজি। ১৮
ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। সমান ম্যাচে তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে
নেমে গেছে অঁজির বিপক্ষে ২-১ ব্যবধানে হারা লিল।
লঁসের বিপক্ষে ৩-২ গোলে জেতা লিওঁ ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে
আছে।
১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে সাঁত এতিয়েন।