ক্যাটাগরি

ফরিদপুরে ‘স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা’ স্বামীর

কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম জানান, সদর উপজেলার
কৃষ্ণনগর ইউনিয়নের চর কৃষ্ণনগর গ্রামে বুধবার দুপুরে তারা মারা যান।

তারা হলেন- ওই গ্রামের লামিয়া মিম (২০) ও তার
স্বামী কুষ্টিয়া সদর উপজেলার হাট্টা হরিপুর গ্রামের বিপ্লব মিয়া (২৫)।

ওসি মোরশেদ বলেন, বিপ্লব ওই গ্রামের ইটভাটায়
কাজ করতেন। বিয়ের পর লামিয়ার বাবার বাড়িতে আলাদা টিনের বাস করতেন তারা। আর্থিক দৈন্যের
কারণে পারিবারিক কলহ ছিল। দুপুরে লামিয়ার লাশ ঘরে লেপে মোড়ানো দেখতে পায় পরিবারের লোকজন।
পরে বিপ্লবের লাশ পাওয়া যায় ঘরে রশিতে ঝোলানো অবস্থায়।

ওসি বলেন, “পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার
পর স্বামী আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।”

লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে
মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।