নিহতের নাম মাহমুদুল হাসান (৩১)। তার বাড়ি
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। তিনি থাকতেন ঢাকার মিরপুরে বোনের বাসায়।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হাসান ট্রেনের
নিচে কাটা পড়েন বলে ঢাকা রেলওয়ে থানার ওসি রাকিব উল হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
“ওয়্যারলেস রেলগেইট এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে চা খাওয়ার সময় ট্রেনের নিচে
কাটা পড়ে মারা যায় হাসান।”
দুর্ঘটনায় পড়ার আগে হাসানের মাথায় ব্যান্ডেজ
ছিল বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান ওসি রাকিব। তবে কেন এবং কীসের ব্যান্ডেজ
ছিল, তা জানাতে পারেননি তিনি।
ওসি বলেন, হাসান এক সপ্তাহ আগে একটি চাকরি
পেয়েছিলেন।