তারা হলেন- আজমিরীগঞ্জ
উপজেলার শুক্রীবাড়ী এলাকার মফিজ মিয়ার স্ত্রী পুতুল বেগম (৫০) ও মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের বাহার উদ্দিনের মেয়ে লিজা আক্তার (৭)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. মনির জানান, লিজা বৃহস্পতিবার দুপুরে মাধবপুর উপজেলার
শাহজীবাজারে ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আধা ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখলে যানজট দেখা দেয় বলে তিনি জানান।
প্রায় একই সময় নিহত হন
পুতুল বেগম।
আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার বেলা ২টার দিকে পুতুল উপজেলার হাসপাতাল সড়ক এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। হবিগঞ্জ থেকে আজমিরীগঞ্জগামী একটি পিকআপ চাপা দিলে তিনি আহত হন। স্থানীয় তাকে উদ্ধার করে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ পিকআপ আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি
মোশারফ।