১৮ বছর বয়সী এই আইভোরিয়ানের সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি হয়েছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় প্রিমিয়ার লিগের ক্লাবটি।
আমাদের ট্রন্সফার ফি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে বৃটিশ মিডিয়ার খবর, তাকে পেতে দুই কোটি ১০ লাখ ইউরো দিতে রাজি হয়েছে ইউনাইটেড। শর্ত সাপেক্ষে এর সঙ্গে যোগ হতে পারে আরও দুই কোটি ইউরো।
গত অক্টোবরে গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনেই এই চুক্তির বিষয়ে দুই ক্লাব একমত হয়েছিল বলে ইউনাইটেডের বিবৃতিতে জানানো হয়েছে।
আমাদকে দলে পেয়ে উচ্ছ্বসিত কোচ উলে গুনার সুলশার।
“ক্লাব হিসেবে আমাদকে আমরা কয়েক বছর ধরে নজরে রেখেছিলাম, আমি নিজেই খোঁজ রাখছিলাম। আমার বিশ্বাস, ফুটবলে সে তরুণ সম্ভাবনাময়দের একজন।”
লিগ টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ইউনাইটেড। এফএ কাপে শনিবার তাদের প্রতিপক্ষ ওয়াটফোর্ড।