এই অলরাউন্ডারকে স্বাভাবিকভাবেই পাচ্ছে না ক্যারিবিয়ানরা। তার জায়গায় তরুণ পেসার কিয়ন হার্ডিংকে দলে নেওয়ার বিষয়টি শুক্রবার জানায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
আপাতত নিজ শহর গায়ানায় আছেন শেফার্ড। সেখানেই আইসোলেশনে থাকবেন তিনি। দেশের হয়ে পাঁচ ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতিতে জানায়, বাংলাদেশ সফরকে সামনে রেখে গত শনিবার করা প্রথম কোভিড-১৯ পরীক্ষায় দলের বাকি সবাই নেগেটিভ এসেছে। দ্বিতীয় ও শেষ দফার পরীক্ষা বৃহস্পতিবার করা হয়েছে।
দলে ডাক পাওয়া ২৪ বছর বয়সী হার্ডিং এখনও আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেননি। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৫৪টি। আর ২০টি লিস্ট ‘এ’ ম্যাচে তার উইকেট ৩৪টি।

কিয়ন হার্ডিং। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে করোনাভাইরাস শঙ্কায় বাংলাদেশ সফর থেকে নাম সরিয়ে নেন টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ডসহ দলটির নিয়মিত ১০জন ক্রিকেটাররা। এছাড়া পারিবারিক কারণে নেই ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডাওরিচ। তারুণ্য নির্ভর দল নিয়ে এবার বাংলাদেশে আসছে ক্যারিবিয়ানরা।
আগামী রোববার ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ২০ ও ২২ জানুয়ারি, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। শেষ ম্যাচ ২৫ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ৩ ফেব্রুয়ারি, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু ১১ ফেব্রুয়ারি।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনের, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, ক্যাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শেন মোজলি, ভিরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রিফার, জোমেল ওয়ারিক্যান।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, এনক্রুমা বোনের, জশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কেজর্ন ওটলি, রভম্যান পাওয়েল, রেমন রিফার, কিয়ন হার্ডিং, হেইডেন ওয়ালশ জুনিয়র।