শুক্রবার দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহযোগিতায় ও ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের বড়মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ।
উদ্বোধন অনুষ্ঠানের পর একটি সংক্ষিপ্ত সভায় দলের নেতারা বক্তব্য রাখেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজমুল হুদা শাহ অ্যাপোলোর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলী আকবর প্রমুখ।
আলোচনা সভা শেষে হতদরিদ্র ও অসহায় ১১শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।