ক্যাটাগরি

ত্রিশাল পৌরসভায় ভোটের নতুন তারিখ ১৪ ফেব্রুয়ারি

আগামী
১৪ ফেব্রুয়ারি এ পৌরসভায় ভোট হবে বলে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব
এসএম আসাদুজ্জামান বৃহস্পতিবার জানিয়েছেন।

আগামী
৩০ জানুয়ারি ত্রিশাল পৌরসভায় মেয়র নির্বাচন হওয়ার কথা ছিল।

কিনতু
গত রোববার সন্ধ্যায় স্বতন্ত্র মেয়র প্রার্থী এমএএএস আলম
বাবলু মারা যাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়।

পুনঃতফসিল
অনুযায়ী, মেয়র পদে পৌরসভায় মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়ন বাছাই ১৯
জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি।

সাধারণ
ও সংরক্ষিত কাউন্সিলর পদে নতুন করে আর কেউ আর মনোনয়ন জমা দিতে পারবেন না। শুধু
মেয়র পদে নতুন করে কেউ চাইলে মনোনয়ন জমা দিতে পারবেন।

আগে
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদেরকে নতুন করে আর জমা দিতে হবে না।