মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুঞ্জবন দারুল উলুম কওমি মাদ্রাসার ফাঁকা মাঠ থেকে রাব্বী হোসেন (১০) নামে এই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেন তারা।
রাব্বী ওই জেলার মহাদেবপুর উপজেলার নাটশাল গ্রামের রমজান আলীর ছেলে। কুঞ্জবন দারুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র ছিল সে।
ওসি নজরুল স্বজনদের বরাতে বলেন, রাব্বী বুধবার রাতে বাড়িতে ভাত খেয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। সকালে মাদ্রাসার ফাঁকা মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
“মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।”