এক সপ্তাহ আগে তাকে গ্রেফতার করেছিল পাকিস্তানের পাঞ্জাব পুলিশের সন্ত্রাসদমন শাখা। শুক্রবার লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত তাকে কারাদণ্ড দিল।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সন্ত্রাসে আর্থিক মদদের পৃথক তিনটি অভিযোগের প্রত্যেকটির জন্য লাকভিকে যুগপৎভাবে ৫ বছর করে জেল এবং ১ লাখ রুপি করে জরিমানাও করা হয়েছে।
মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বরে একাধিক স্থানে হামলা চালিয়েছিল লস্কর-ই-তৈয়বার জঙ্গিরা। হামলায় নিহত হয় ১৬৬ জন, আহত হন ৩০০ মানুষ।
সেই হামলার পরিকল্পনায় লাকভির বড় ধরনের ভূমিকা ছিল বলে অভিযোগ ভারতের। ২০০৮ সালের ৭ ডিসেম্বরে একটি প্রশিক্ষণ শিবির থেকে পাকিস্তান তাকে আটক করেছিল বলে শোনা যায়।
ছয়বছর পর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অভিযোগে বিচারাধীন থাকার সময় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত লাকভিকে জামিনে মুক্তির নির্দেশ দিলে আবারও সংবাদ শিরোনাম হন তিনি। ২০১৫ সালের এপ্রিলে তিনি জেল থেকে ছাড়া পান।
গত শনিবার লকভি ফের গ্রেফতার হওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে সন্ত্রাসে মদদের অভিযোগে নতুন করে মামলা দায়ের হয় লাহোরে।
এর আগে গতবছর পাকিস্তানে কারাদণ্ড দেওয়া হয় লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকেও।