ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন
জানান, বৃহস্পতিবার রাত সাড়ে
১১টায় মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া (২৬) ওই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। তিনি
একটি পোশাক কারখানায় কাজ করতেন।
এ ঘটনায় সুমনের
দুলাভাই হাবিব উল্লাহকে (৩২) আটক করা
হয়েছে। তিনি ইট-বালু টানার কাজ করেন বলে
পুলিশ জানায়।
ওসি বলেন, বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে সুমনের সঙ্গে
তার দুলাভাইয়ের কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে হাবিব সুমনের বুকে ছুরিকাঘাত
করেন। পরে সুমনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে
রাত সাড়ে ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে
মৃত বলে ঘোষণা করেন।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।