বিবিসি জানায়, গত মাসে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গত বুধবার তিনি মারা যান। ছেলে পুনিত নন্দা তার বাবার মৃত্যুর খবর জানিয়েছেন।
ভারতের নামকরা ডিজাইনার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা সত্য পাল ফ্যাশন দুনিয়ার ধ্যানধারণা বদলে দিয়েছিলেন।
যুগের সঙ্গে তাল মিলিয়ে শাড়ির আধুনিক ডিজাইন করাসহ এর আঙ্গিক ও স্টাইলে পরিবর্তন এনে তিনি বহু বলিউড তারকার কাছেই হয়েছিলেন সমাদৃত।
১৯৮০ সালে ভারতের প্রথম শাড়ি বুটিক চালু করেছিলেন সত্য পাল। এর ছয়বছর পর তিনি প্রতিষ্ঠা করেন নিজস্ব ব্র্যান্ড। ভারতের গণ্ডি ছাড়িয়ে তা বিদেশেও সমাদৃত হয়েছে।
পলকা ডট, জেব্রা প্রিন্টের মতো আরও নানা নকশার শাড়িও তৈরি করতেন সত্য পাল; যা এখনও ভারতজুড়ে স্বতন্ত্র হয়ে আছে এর মৌলিক কাজ ও প্রিন্টের জন্য।
পরবর্তীতে শাড়ি ছাড়াও স্কার্ফ, টাইয়ের মতো জিনিসও ডিজাইনের পরিধি বাড়িয়েছিলেন তিনি।
সত্য পালের ছেলে পুনিত ফেইসবুকে লিখেছেন, হাসপাতালে চিকিৎসা চলার সময় তার বাবা চাইতেন তাকে যেসব যন্ত্র দিয়ে চিকিৎসা করা হচ্ছে তা থেকে যেন অনেক দূরে নিয়ে যাওয়া হয়।
তার সেই ইচ্ছা মেনেই পরে হাসপাতাল থেকে ঈশা যোগ সেন্টারে ফিরিয়ে নেওয়া হয় সত্য পালকে। বুধবার সেখানেই তিনি মারা যান। ২০১৫ সাল থেকে এই সেন্টারেই থাকছিলেন সত্য পাল।
শেষ জীবনে আধ্যাত্মিকতায় আকৃষ্ট হয়ে তিনি সন্ন্যাস নিয়েছিলেন এবং পরে যোগের পথে চলতে শুরু করেন।