ক্যাটাগরি

মুন্সীগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

উপজেলার হোসেন্দী এলাকায়
একটি ডোবায় শুক্রবার তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

মৃত হাসান মিয়া (২০) হোসেন্দী
গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. শামীম হোসেনের ছেলে।

হাসানের মা হাসিনা বেগমের
বরাতে গজারিয়া থানার ওসি রহিস উদ্দিন জানান, গত ২১ ডিসেম্বর রাতে হাসান খাবার খেয়ে
পাশের একটি ঘরে ঘুমিয়ে ছিলেন।

“গভীর রাতে একটি শব্দ পেয়ে
তারা ছেলের ঘরে গিয়ে দেখেন দরজা  খোলা, ছেলে
ঘরে নেই। বহু খোঁজাখুঁজি করলেও পুলিশকে অবহিত কিংবা জিডি করেননি।”

ওসি রহিস উদ্দিন আরও বলেন,
এই যুবককে হত্যা করা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকারীদের গ্রেপ্তারের
চেষ্টা চলছে।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের
জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হাসান বাবার সঙ্গে কামারশালায়
কাজ করতেন।