
সাময়িক বরখাস্ত হওয়া আটজনের মধ্যে মহানগর পুলিশের (আরএমপি) ছয়জন ও জেলা পুলিশের দুইজন রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশ ও জেলা পুলিশের পৃথক আদেশে বরখাস্ত করে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া ছয়জন হলেন- এএসআই আবদুল বারেক, মিজানুর রহমান, নায়েক আফজাল সরকার, কনস্টেবল ফরহাদ হোসেন, আবদুস সালাম ও সাহেদ আলী, জেলা পুলিশের কনস্টেবল রফিকুল ইসলাম ও বিপুল।
তারা সবাই পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
তাদের বরখাস্তের দাপ্তরিক আদেশে বলা হয়েছে, বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা বুধবার রাতে নগরের শেখপাড়া এলাকায় একটি আবাসিক হোটেলের দোতলায় জুয়া খেলছিলেন। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের জিম্মায় নেয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, “এসব পুলিশ সদস্যের এমন কর্মকাণ্ড বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থী ও অসদাচরণের শামিল। তাই তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদকসেবন সন্দেহে তাদের ডোপ টেস্টও করানো হবে।”