নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে
হার ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর দলকে তুলোধুনা করা হচ্ছে পাকিস্তানে। দেশে
ফেরার পর পিসিবির অডিও বার্তায় মিসবাহ দায় নিলেন ব্যর্থতার।
“ এসব সমালোচনা যৌক্তিক। এমন পারফরম্যান্সের
পর সমালোচনা আমাদের প্রাপ্য। যারা সমালোচনা করছে, সবাই দলের সামর্থ্য ও সম্ভাবনায় বিশ্বাস
রাখে। যখন লোকে অনেক প্রত্যাশা করে আমাদের কাছে, কিন্তু আমরা পূরণ করতে পারি না, সমালোচনা
তখন হবেই।”
দুই টেস্টেই পাকিস্তান একগাদা ক্যাচ
ছেড়ে সুযোগ করে দিয়েছে কিউইদের বড় স্কোর গড়ার। সহজ অনেক ক্যাচ তারা নিতে পারেনি। মিসবাহর
চোখে দলের ব্যর্থতার মূল কারণ এটিই।
“ আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
হলো, আগেও যেটা পাকিস্তান ক্রিকেটে দেখা দেখে, ক্যাচগুলো ঠিকমতো নেওয়া। ক্যাচ ছেড়েই
এই সিরিজে আমাদের সম্ভাবনায় চোট লেগেছে। দুই টেস্টে অনেক ক্যাচ হাতছাড়া করেছি আমরা।
এখানে আমাদের অনেক কাজ করতে হবে।”
কাজ করার জন্য খুব বেশি সময় পাচ্ছে
না পাকিস্তান। সামনেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। তবে
তাদের জন্য কিছুটা স্বস্তির ব্যাপার, এই সিরিজ দেশের মাটিতে। ২৬ জানুয়ারি করাচি টেস্ট
দিয়ে শুরু সিরিজ।