ক্যাটাগরি

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

শনিবার বিকেলে সাগর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরো হোসেন (৪৫) জয়পুরহাট পৌর শহরের পূর্ব জানিয়ার বাগান এলাকার হাতেম আলীর ছেলে।

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, বিকেলে সাগর পাড়া এলাকায় হিরো রেল লইন পার হচ্ছিলেন। সেই সময় খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানান ওসি।